Social work


বিভাগীয় প্রধানের বাণী

“সমস্যার আঁধারে আমরাই হব আলোক বর্তিকা” -এই প্রতিপাদ্যে মানবীয় দীক্ষায় আলোকিত ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সমাজকর্ম পরিবার। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ-এ যে সকল বিষয়ে পাঠদান করা হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘সমাজকর্ম’। একাদশ শ্রেণি এবং স্নাতক (পাস) শ্রেণিতে পাঠদানের মধ্য দিয়ে এ বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৬-৯৭ সেশনে ৬০ (ষাট) জন শিক্ষার্থী নিয়ে স্নাতক (সম্মান) ১ম বর্ষ, ২০০১-০২ সেশনে স্নাতকোত্তর এবং ১৯৯৫-৯৬ সেশনে স্নাতকোত্তর ১ম পর্বের (প্রিলিমিনারি) যাত্রা শুরু। বর্তমানে স্নাতকে (সম্মান) শ্রেণিতে ২০০, স্নাতকোত্তর ১ম পর্বে (প্রিলিমিনারি) ৩০০ এবং স্নাতকোত্তর শেষ পর্বে আসন সংখ্যা ৩০০ এর অধিক। একাদশ-দ্বাদশ,  স্নাতক (পাস),  স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ১ম পর্ব (প্রিলিমিনারি) এবং স্নাতকোত্তর শেষ পর্বসহ সব মিলিয়ে প্রায় ৪,২৩২ জন শিক্ষার্থী এই বিভাগে অধ্যয়নরত। বিভাগে ০১ টি অধ্যাপক, ০১টি সহযোগী অধ্যাপক, ০২টি সহকারী অধ্যাপক ও ০৩টি প্রভাষকসহ মোট ০৭টি সৃষ্ট পদ রয়েছে এবং প্রতিটি পদেই শিক্ষকগণ কর্মরত আছেন। এছাড়াও রয়েছে ০১ জন সেমিনার সহকারী ও ০১ জন এম.এল.এস.এস। সুযোগ্য শিক্ষকমন্ডলির তত্ত্বাবধানে মাঠকর্ম অনুশীলনের মাধ্যমে সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে সমাজকর্মের শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবায় বিশেষভাবে গড়ে উঠছে।

আমি সমাজকর্ম বিভাগ তথা গাজীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ-এর সার্বিক কল্যাণ কামনা করি।

MD. KHADEMUL ISLAM

Professor

Cell : 01703-756345

Email : khademul10bcs@gmail.com

MST. SHAMIMA NARGIS

Associate professor

Cell : 01911-364675

Email : shamima-nargis@gmail.com

MD. REZAUL HAQUE

Assistant Professor

Cell : 01717-167448

Email : haquerezaul527@gmail.com

MD. MASHIUR RAHMAN

Lecturer

Cell : 01724-033678

Email : mashiur18@gmail.com

NAHID AKHTAR

Lecturer

Cell : 01712-624535

Email :