Sociology

বিভাগীয়া প্রধানের বাণী
পরিবর্তন হল সমাজের একমাত্র অপরিবর্তনীয় প্রত্যয়। সমাজ থাকলে তার পরিবর্তন হবেই। বদলাবে তার প্রতিষ্ঠানগুলো। বদলাতে বদলাতে এই পৃথিবী আজ উত্তরাধুনিক বা পোস্টমর্ডান সমাজে পরিণত হয়েছে। আধুনিক এই তথ্য প্রযুক্তির যুগে প্রতিদিন নতুন নতুন তত্ত্ব, তথ্য ও সত্য উদঘাটিত হচ্ছে, মানুষের জীবন হয়েছে বিজ্ঞান ও প্রযু্ক্তি নির্ভর। সেই সঙ্গে, সোনার বাংলাদেশেও লেগেছে প্রযুক্তি নামের যাদুর কাঠির স্পর্শ। যার নাম “ডিডিটাল বাংলাদেশ”। শিক্ষা ব্যবস্থাতেও এসেছে তথ্য প্রযুক্তির হাওয়া। অত্র কলেজের বিদ্যোতসাহী ও শিক্ষানুরাগী অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর এগিয়ে যাচ্ছে প্রতিদিন।
অত্র কলেজের অগ্রসরতাকে নিরন্তর রাখাতে কলেজের অন্যান্য বিভাগের ন্যায় সমাজবিজ্ঞান বিভাগও বদ্ধ পরিকর। সমাজবিজ্ঞান বিভাগ বিশ্বাস করে শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি নয় ছাত্র-ছাত্রীদের মনন ও সৃজনের প্রণোদনা সৃষ্টিতে, সাংস্কৃতিক বন্ধ্যাত্ব দূরীকরণে নানারকম সৃজনশীল কার্যক্রম হাতে নেওয়ার কোন বিকল্প নেই।